মহাবিশ্বের সমস্ত কিছু তৈরি হয়েছে সাব-এটমিক পার্টিকল দিয়ে। অতি পারমাণবিক জগতের কণাগুলোর আচরণ রীতিমতো ভূতুড়ে। এই ভূতুড়ে আচরণ মানুষের স্বাভাবিক চিন্তাচেতনা দিয়ে ব্যাখ্যা করার কোন উপায় নেই।
ইলেক্ট্রন একটি কণা অথচ এটা একই সময়ে অনেক স্থানে অবস্থান করে। কিন্তু আপনি যখনই তাকে অবজার্ভ করবেন সেটি আপনাকে তার একটি নির্দিষ্ট অবস্থান দেখাবে। বিষয়টি অবিশ্বাস্য ও ভুতুড়ে মনে হলেও এটি হাজার হাজারবার পরীক্ষা দ্বারা প্রমাণিত। এই সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ইয়ং এর দ্বি-চির পরীক্ষা বা Double slit experiment নামে পরিচিত। বিজ্ঞানী ইয়ং এই পরীক্ষাটি করেছিলেন আলোর তরঙ্গধর্ম প্রমাণের জন্য। কিন্তু পরবর্তী সময় এই পরীক্ষাটিই আলোর পরিবর্তে ইলেকট্রন সহ অন্যান্য সাব-এটমিক পার্টিকল দিয়ে করা হয়।
বিজ্ঞানীরা বিস্ময়ের সাথে লক্ষ করেন, কণা হয়েও এরা তরঙ্গের মত আচরণ করছে। তবে এই বিস্ময়ের মাত্র তো শুরু! বিজ্ঞানীরা দেখলেন ইলেক্ট্রনগুলো কোনটা কোন স্লিট দিয়ে যাচ্ছে এটি যখন অবজার্ভ করা হয়, ইলেক্ট্রনের তরঙ্গধর্ম লোপ পায় এবং সেটি একটা মাত্র কণা হিসেবে আত্মপ্রকাশ করে! আরো আশ্চর্যের বিষয় হচ্ছে ইলেকট্রনগুলো স্লিটের মধ্য দিয়ে প্রবেশের পরেও যদি এই অবজারভেশন করা হয়, তখনও ফলাফল একই!
এই অদ্ভূতুড়ে ঘটনা ব্যাখ্যার জন্য দুটি হাইপোথিসিস সামনে আসে।
একটি হলো বিজ্ঞানী নিলস বোরের দেয়া কোপেনহেগেন ইন্টারপ্রিটেনশন 👇
"Act of observation determine the outcome of quantum system"
অর্থাৎ এই পরাবাস্তবতার জগৎ বাস্তব হয় শুধুমাত্র আমরা যখন তাকে অবজার্ভ করি! যতক্ষণ অবজার্ভ করা হচ্ছেনা ততক্ষণ পর্যন্ত আমাদের এই জগৎটা শুধুমাত্র একটা সম্ভাব্যতার জগৎ!
বিজ্ঞানী আইনস্টাইন এই ব্যাখ্যা মোটেও মেনে নিতে পারেন নি, তিনি মন্তব্য করেন "Do you really believe that the moon isn't there when you're not looking at it?"
অপর যে হাইপোথিসিসটি দেয়া হয়েছে তার কারণেই প্যারালাল ইউনিভার্স আজ বিজ্ঞানীদের কাছেও আলোচনার বিষয়বস্তু। ১৯৫৭ সালে পদার্থবিদ Hugh Everett III তাঁর Many World Interpretation of quantum mechanics নামের এই ব্যাখ্যায় বলেন কোয়ান্টাম কণার জগৎটা হল সম্ভাব্য আউটকামের একটা মিশ্রণ (Mixture of Superposition state)। আমাদের ইউনিভার্সে আমরা তার একটি আউটকাম দেখি। বাকি আউটকামগুলোর প্রত্যেকটিও ঘটে, তবে আমাদের এই ইউনির্ভাসে নয়, আলাদা আলাদা প্যারালাল ইউনিভার্সে!
এই Many world interpretation থিওরি যদি সত্য হয় তবে
🔹একটা অনুপ্রেরণার কথা বলি:
আপনার খুব শখ, মস্তবড় এক বিজ্ঞানী হবেন। আপনি এই মুহূর্ত থেকে আপনার স্বপ্নের পেছনে লেগে পড়ুন। Your act of achieving something will create infinite branches of probability. যদি সম্ভাব্যতার পার্সেন্টেজ খুব ক্ষীণও হয়, এই ইউনিভার্সে না হোক, হয়তো অন্য কোন ইউনিভার্সে
You would definitely be a noble scientist!
ধন্যবাদ।
©Dr. A. N. RAKIB
Healthy Horizons Bangladesh

Comments
Post a Comment