আপনার শিশু সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশের চাবিকাঠি কি আপনার হাতে? আপনার সন্তানটিও কি একজন সম্ভাব্য চাইল্ড প্রোডিজি?

 

👨‍⚕️

মানুষের দেহে প্রায় ২০০০০ থেকে ২৫০০০ প্রোটিন-কোডিং জেনেটিক কোড (Gene) আছে। সম্পূর্ণ জীবনকালে সকল জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করেনা। সঠিক সময়ে কোন জিনগুলো বৈশিষ্ট্য প্রকাশ করবে তার ওপর নির্ভর করবে মানুষটি কেমন প্রতিভাবান হবে, এমনকি জেনেটিক্সের সাথে সংশ্লিষ্ট কোন রোগে আক্রান্ত হবে।

জেনেটিক বৈশিষ্ট্যের এই প্রকাশ সম্পূর্ণভাবে পূর্বনির্ধারিত নয়। পরিবেশ এবং পারিপার্শ্বিকতার সাথে মানুষের মিথস্ক্রিয়া এই জেনেটিক এক্সপ্রেসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এর মূলে আছে এপিজেনেটিক্সের কারসাজি।

এপিজেনেটিক্স হলো পরিবেশ এবং জেনেটিক ব্লু প্রিন্টের মধ্যে সেতুবন্ধন। শৈশবের অভিজ্ঞতা, পারস্পরিক সম্পর্ক, খাদ্যাভ্যাস, শারীরিক একটিভিটি এই এপিজেনেটিক্সের উপর প্রভাব ফেলে এবং কোন জিনগুলো সুইচড অন হবে অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশ করবে তা নির্ধারণে ভূমিকা রাখে।

দুশ্চিন্তা এবং হতাশা শিশুর সম্ভাব্য প্রতিভার সাথে সংশ্লিষ্ট জেনেটিক কোডের প্রকাশকে সুইচড অফ করে রাখতে পারে।

মস্তিষ্কের লিম্বিক সিস্টেম শিশুর মেধা এবং আবেগের সাথে সম্পর্কিত, যেটি love হরমোন অক্সিটোসিন এবং স্ট্রেস হরমোন কর্টিসলের প্রতি খুব সেনসিটিভ। কর্টিসল  একটি নির্দিষ্ট মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় হলেও দীর্ঘমেয়াদী এবং অতিরিক্ত স্ট্রেসের কারণে এটি এপিজেনেটিক পরিবর্তন ঘটাতে পারে যার ফলস্বরূপ মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের বিকাশ ক্ষতিগ্রস্ত হবে এবং শিশুর মেধাজনিত ও আচরণগত সমস্যা তৈরি হবে।

শিশুর কোমল মনে এজাতীয় স্ট্রেসের একটি গুরুত্বপূর্ণ কারণ হল দারিদ্র্য। এছাড়া পারিবারিক অবহেলা, শাস্তির ভয়, পিতামাতার দাম্পত্য কলহ ইত্যাদির কারণে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং আচরণগত সমস্যা তৈরি হতে পারে।

 এই মেধা ও আচরণগত সমস্যা ঠিক করার জন্য আমরা শিশুটির সাথে রুড় আচরণ করি, এমনকি বিনা কারণে শিশুটিকে মারধর করতেও দিধা করিনা। তবে যেকারণে শিশুর এই সমস্যা তৈরি তার জন্য দায়ী শিশুটি নয়, আমরাই।

আমাদের সদিচ্ছা থাকলে শিশুর জন্য পারিবারিকভাবে এবং শিক্ষালয়গুলোতে স্ট্রেসমুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব। অতিরিক্ত স্ট্রেস হরমোনের ক্ষতিকর প্রভাবকে পারফেক্টলি কাউন্টার করতে পারে Love হরমোন অক্সিটোসিন। তার জন্য প্রয়োজন ভীতিকর পরিবেশের পরিবর্তে শিশুর জন্য অনুপ্রেরণা ও বিশ্বাসের একটি পরিবেশ তৈরি করা। 

পরিবার এবং শিক্ষকের কাছ থেকে এই পরিবেশ নিশ্চিত করা গেলে, শিশুরা তাদের সুপ্ত প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে।


"The role of a good teacher, the role of a good parent is to make them feel safe enough to try and strong enough to weather a disappointmen"

Psychiatrist Dr. Pamela Cantor, MD.


ধন্যবাদ। 

©Dr. A. N. RAKIB 

Healthy Horizons Bangladesh 


#genetics #epigenetics #psychiatry #childprodigy

Comments