করোসল উদ্ভিদের পাতা সত্যিই কি ক্যান্সার নিরাময়কারী?

 



এই গাছের ফলকে আমাদের দেশে লক্ষ্মণ ফল বলা হয়। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Annona Muricata.

এটি Soursop, Graviola ইত্যাদি নামেও পরিচিত।


আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মানুষ করোসল উদ্ভিদের ফল, পাতা, কান্ড এবং বীজকে খাবার এবং ঔষধ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে।

বিজ্ঞানীরা ৫০ বছরের বেশি সময় ধরে এই উদ্ভিদের ঔষধি গুণ আছে কিনা তা জানার জন্য পরীক্ষা-নীরিক্ষা করছেন। ল্যাবরেটরিতে টেস্টটিউবে থাকা কোষ (In vitro study) এবং ইঁদুরের ওপর গবেষণায় দেখা যায় এই উদ্ভিদের নির্যাস বিভিন্ন প্রকার ক্যান্সার কোষকে ধ্বংস করতে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করতে সক্ষম।


২০০২ সালে Cancer Letters, ২০১৩ সালে Cellular & Molecular Life science, 2014 সালে Cancer research UK নামক সাইন্টিফিক জার্নালে প্রকাশিত স্টাডিতে বলা হয়,

ক্যান্সার কোষের বিরুদ্ধে করোসলের নির্যাসে থাকা নির্দিষ্ট কিছু যৌগ (Acetogenins)-এর সম্ভাব্য কার্যকারিতা আছে।

তবে In vitro study-তে পাওয়া কার্যকারিতা এবং মানবদেহে সম্ভাব্য কার্যকারিতা এক নয়।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে ল্যাবরেটরিতে in vitro study-তে Ivermectin নামক ঔষধ করোনা ভাইরাসের বিরুদ্ধে সক্রিয় হলেও এখন পর্যন্ত মানবদেহে কার্যকারিতার কোন প্রমাণ পাওয়া যায়নি।


মানবদেহের ক্যান্সার কোষের বিরুদ্ধে এই উদ্ভিদের

সম্ভাব্য সক্রিয়তা আছে কিনা, কার্যকরী ডোজ কতটুকু এবং মানবদেহে ক্ষতিকর কোন প্রভাব ফেলবে কিনা তা জানার জন্য বড় পরিসরে Systemetic clinical trial এর প্রয়োজন। 

এখানে উল্লেখ্য, বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে ব্যাবহৃত ক্যান্সারের ঔষধের ৪৭% এরও অধিক ঔষধ হচ্ছে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি অথবা তার সিনথেটিক ফর্ম (যেমন Vinca alkaloids, Taxanes, Asparaginase ইত্যাদি) এবং ক্যান্সারের বিরুদ্ধে এই উপাদানগুলোর কার্যকারিতা ক্লিনিক্যাল ট্রায়াল দ্বারা ব্যাপকভাবে প্রমাণিত।


করোসল উদ্ভিদের সম্ভাব্য ক্ষতিকারক দিক কি?

দীর্ঘদিন ধরে বা অধিক পরিমাণে সেবনের ফলে পারকিনসনিজমের মত Neurodegenerative লক্ষণ তৈরি হতে পারে। এছাড়াও এটি রক্তচাপ এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে।


অপর্যাপ্ত ক্লিনিক্যাল এভিডেন্সের কারণে বর্তমানে ব্যাবহৃত কার্যকরী ক্যান্সার চিকিৎসার পরিবর্তে এই উদ্ভিদ ব্যাবহার করা উচিৎ নয় এবং অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত অনুযায়ী ক্যান্সারের চিকিৎসা নেয়া প্রয়োজন।


ধন্যবাদ 

©Dr. A. N. RAKIB

Healthy Horizons Bangladesh



Comments