মানুষের মনের ওপর সুগন্ধির প্রভাব কি? Psychological aspects of perfumes.

 

Perfume- A Symphony of Sensations

খুব ছোটবেলার সুন্দর একটি মুহূর্ত  স্মৃতির কোণে উঁকি দিয়েও ধরা দিচ্ছেনা। তবে হৃদয় ছোঁয়া কোন সূর যদি স্মৃতির সাথে বিজড়িত থাকে, সেই সূরের মূর্ছনায় আপনার হারিয়ে যাওয়া স্মৃতি আবার মনের পর্দায় ছবির মত ভেসে ওঠে, আপনি হয়ে যান স্মৃতিকাতর।

মানবদেহের ৫ টি ইন্দ্রিয় স্মৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত।

এদের মাঝে ঘ্রাণ ইন্দ্রিয়ের সাথে এক অনন্য সংযোগ স্থাপন করে আছে মস্তিষ্কের আবেগকেন্দ্র Hippocampus এবং Amygdala

ঘ্রাণের অনুভূতি কাজে লাগিয়ে সূরের মতই, অতীতের কোন সুখস্মৃতিতে আপনাকে আবেগাপ্লুত করার জন্য, সবচেয়ে শক্তিশালী Memory recaller-টির নাম পারফিউম।

সুন্দর ঘ্রাণের সাথে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো জড়িত:

→Perfumes possess an extraordinary ability to speak a silent language,

whispering tales of sophistication, while

delicately binding the threads of emotional bonding to your near & dear one.

→চাকুরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন? আপনার পছন্দের পারফিউমটি সঙ্গে নিয়ে যান। The essence of your favourite scent will definitely boost up your confidence.

→হিউম্যান সাইকোলজির উপর গভীর প্রভাবের কারণে এটি আপনার mood elevate করতে পারে।

আজ মনটা একটু বিষন্ন? কোন কিছু ভালো লাগছেনা? আপনার প্রিয় সুগন্ধি মেখে নামাজ কিংবা প্রার্থনায় চলে যান, দেখবেন, বিষন্নতা কেটে যাবে।


- অস্থির একটা সময় পার করছি আমরা। প্রতিদিন যাদের সাথে ডিল করতে হয় তাদের অনেকেই কথাবার্তা-আচরণে অনেক রুক্ষ। সুগন্ধির এই প্রভাব মানুষের রুক্ষতাকে কিছুটা হলেও করতে পারে নমনীয়।


- সব সুগন্ধি সবার একইরকম ভালো লাগেনা। সিগনেচার  ফ্র‍্যাগনেন্স কালেকশন আপনার ইউনিক আইডেন্টিটিতে যোগ করতে পারে আলাদা মাত্রা।


With the captivating allure of perfumes

invoke memories, stir emotions and indulge in a Symphony of Sensations.


ধন্যবাদ। 

©Written by Dr. A. N. RAKIB

Healthy Horizons Bangladesh

Comments