শারীরিক অসুস্থতার রেড ফ্ল্যাগ (Red Flag) লক্ষণগুলিকে অবহেলা করছেন না তো?

 

শারীরিক অসুস্থতার Red flag লক্ষণ কি? এই লক্ষণগুলোকে কি অবহেলা করতে পারবেন?


৬০ বছর বয়স্ক একজন পুরুষ রোগী চেম্বারে চিকিৎসা পরামর্শের জন্য আসেন। রোগীর লক্ষণ ছিলো বিগত দেড় মাস ধরে শুধুমাত্র তরল খাবার ছাড়া অন্যান্য খাবার গিলতে অসুবিধা হওয়া। রোগীকে আর্জেন্ট এন্ডোসকপি করার পরামর্শ দেয়া হয়। এন্ডোসকপি রিপোর্ট আসে Oesophageal cancer যেটি  বায়োপসি রিপোর্ট দ্বারা কনফার্ম হয়।


উক্ত রোগীর ক্ষেত্রে জরুরী ভিত্তিতে এন্ডোসকপি করার একমাত্র কারণ ছিলো খাবার গিলতে অসুবিধা হওয়া যেটিকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় Dysphagia বলে থাকি। এটি একটি Red flag Symptom.


Red flag symptom হল রোগের সেই লক্ষণ যেটি উপস্থিত থাকলে অবশ্যই তার কারণ জানা জরুরী এবং দ্রুত  একজন চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।


এমন আরো কিছু Red flag লক্ষণ হচ্ছে:

→কাশির সাথে রক্ত যাওয়া।

→আপাতদৃষ্টিতে কোন কারণ ছাড়াই ৬ মাসের মধ্যে ৩ কেজির বেশি (More than 5% of body weight) ওজন কমে যাওয়া।

→বমির সাথে রক্ত যাওয়া ও আলকাতরার মত পায়খানা হওয়া।

→তীব্র মাথা ব্যাথার সাথে বমি ও চোখে ঝাপসা দেখা।

→প্রস্রাবের সাথে রক্ত যাওয়া।

→২ মাস ধরে হঠাৎ পায়খানার ধরন পরিবর্তন হয়ে যাওয়া।

→পায়ুপথে রক্ত যাওয়া।

→গর্ভবতী মায়েদের রক্তস্রাব, তীব্র মাথা ব্যাথা ও চোখে ঝাপসা দেখা, ১২ ঘন্টার বেশি প্রসব বেদনা, প্রচন্ড জ্বর এবং খিঁচুনি- এই ৫ টি বিপদচিহ্ন  দেখা দেয়া।

→নবজাতক শিশুদের ক্ষেত্রে- মায়ের বুকের দুধ টেনে খেতে না পারা, হাত-পা ছেড়ে দিয়ে নেতিয়ে যাওয়া (Lethargy), তীব্র জ্বর বা শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া এবং শ্বাসপ্রশ্বাসের গতি অস্বাভাবিক বৃদ্ধি অথবা বুকের খাঁচা দেবে যাওয়া- এই বিপদচিহ্নগুলি দেখা দেয়া।


যেকোন রোগের প্রকাশিত লক্ষণ হল আমাদের প্রতি সৃষ্টিকর্তার অনুগ্রহ। লক্ষণ প্রকাশ না পেলে আমরা চিকিৎসার জন্য যেতাম না, যার ফলে রোগ ভেতরে ভেতরে বিস্তার লাভ করতো। তাই অসুস্থতার লক্ষণকে অবহেলা না করে সময়মত চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। 


ধন্যবাদ। 

Written by Dr. A. N. RAKIB

Comments