নিয়ম মেনে ঔষধ সেবন করছেন, কিন্তু চিকিৎসাপত্রের পরামর্শ অংশটিকে গুরুত্ব দিচ্ছেন কি?
রোগীদের মনে অনেক সময় প্রশ্ন জাগে: চিকিৎসকগণ আমাদের হাঁটতে বলেন, ব্যায়াম করতে বলেন, ওজন কমাতে বলেন। কিন্তু অনেক পরামর্শদাতা চিকিৎসক আছেন যারা স্থুলকায়, অনেকে আছেন যাঁরা তেমন হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম করেন না।
শারীরিক পরিশ্রম, হাঁটাহাঁটি বা লাইফস্টাইল নিয়ন্ত্রণ করলে আসলেই কি কোনো লাভ হয়?
দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক প্রভৃতি রোগে আক্রান্তের হার পূর্বসময়ের চেয়ে দিন দিন বেড়ে চলছে যার মূল কারণগুলোর অন্যতম হল আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। Multimodal environmental factor জড়িত থাকায় এই জাতীয় রোগের চিকিৎসা হল Multidisciplinary. শুধুমাত্র ঔষধ দিয়ে সমাধান সম্ভব নয়।
চিকিৎসক রোগ নির্ণয়ের পর রোগীকে চিকিৎসা দেয়ার সময় চিকিৎসাবিজ্ঞানের লব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটান মাত্র, অর্থাৎ চিকিৎসাবিজ্ঞানের পূর্বপ্রস্তুতকৃত আপডেটেড গাইডলাইন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন। গাইডলাইনে হাঁটার কথা থাকলে ব্যাবস্থাপত্রের পরামর্শ অংশে তিনি হাঁটার ব্যাপারে গুরুত্ব দেন।
চিকিৎসাপেশা একটা sedentary এবং stressful কাজ। উচ্চরক্তচাপ, স্ট্রোক, হৃদরোগের modifiable risk factor এর একটি হলো এই sedentary & stressful work. তাঁরা যেমন এই রিস্ক ফ্যাক্টরটিকে এড়িয়ে যান না, তেমনিভাবে অনেকেই জেনে বুঝেও হাঁটেন না। তাই বলে হাঁটার গুরুত্ব কমিয়ে দেয়া বা চিকিৎসাবিজ্ঞানের গাইডলাইনে থাকা চিকিৎসা ও পরামর্শের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।
বরং, চিকিৎসক ঔষধের সাথে যেসকল পরামর্শ দেন, সেগুলো চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ এবং ঔষধের ডোজের মতই নিয়মমত মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ।
Written by Dr. A. N. Rakib
Comments
Post a Comment