যেকোন ইনফেকশন হলেই এন্টিবায়োটিক খাচ্ছেন? স্বাস্থ্যের কি ক্ষতি করছেন?

 

যেকোন ইনফেকশনে যথেচ্ছা এন্টিবায়োটিকের ব্যাবহারে আপনার স্বাস্থ্যের কি ক্ষতি করছেন?


এন্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশনে কার্যকরী। ভাইরাসের বিরুদ্ধে এন্টিবায়োটিকের কোন ধরনের কার্যকারিতা নেই।


কমন কিছু ইনফেকশনে প্রায় সময় আমাদের ভুগতে হয়। যেমন: নাক/গলা/শ্বাসনালীর সংক্রমণ (Upper respiratory tract infection),

অন্ত্রে সংক্রমণ (Gastroenteritis), জ্বর।

→Upper respiratory tract infection এর কারণে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা হয়। ৯০% ক্ষেত্রেই সেটি ভাইরাসজনিত সংক্রমণ হতে পারে!

→Acute gastroenteritis এর কারণে পাতলা পায়খানা, বমি, পেট ব্যাথা হয়। ৫ বছরের কম বয়সী বাচ্চাদের পানির মত পাতলা পায়খানা হলে ৯০% ক্ষেত্রে তা ভাইরাসজনিত সংক্রমণ হতে পারে!  বড়দের ক্ষেত্রে এই হার ৫০-৭০%!

→৩ বছরের কম বয়সী শিশুর জ্বর হলে সেটি ভাইরাসজনিত সংক্রমণ হবার সম্ভাবনা ৫০-৮০%, বড়দের ক্ষেত্রেও ভাইরাসজনিত জ্বর অনেক কমন!


তাহলে দেখুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এসকল কমন রোগে অপ্রয়োজনীয়ভাবে এন্টিবায়োটিক ব্যাবহার করছি, ভাইরাসের বিরুদ্ধে যার কোন ধরনের কার্যকারিতা নেই!


কিছু ক্ষেত্রে সরাসরি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হয়, Mixed infection (ভাইরাস+ব্যাকটেরিয়া) হয়, আবার কিছু ক্ষেত্রে ভাইরাসঘটিত সংক্রমণের সুযোগে ব্যাকটেরিয়া এসে নতুন করে সংক্রমণ ঘটায়। এসকল ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ব্যাবহার করতে হবে।


অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যাবহারে ক্ষতি কি?


→আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বসতবাড়ি থাকে যেগুলো রোগপ্রতিরোধ, ভিটামিন সংশ্লেষণ এবং হজমে সহায়তা করে। জন্মের পর শিশু যখন প্রথম মায়ের বুকের দুধ খায়, ভালো ব্যাকটেরিয়ার এই পরিবেশ সেই তখন থেকে তিলে তিলে গড়ে ওঠে। অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যাবহারে উপকারী এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়। বর্তমান চিকিৎসা ব্যাবস্থায় এই পরিবেশ আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

→এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি হতে পারে যেটি ব্যাক্তি, পরিবার এবং সম্পূর্ণ কমিউনিটির জন্যে হুমকি।

→অপ্রয়োজনীয়ভাবে যেকোনো ঔষধের ব্যাবহারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।


সুতরাং এন্টিবায়োটিক ব্যাবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ  নিন।


Written by Dr. A. N. RAKIB

Comments