হাঁপানি (Asthma) ও COPD জনিত শ্বাসকষ্টের রোগীদের বিপদের বন্ধু এবং সবসময়ের সঙ্গী ইনহেলার। আপনি কি সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যাবহার করছেন?
আপনি জানেন কি, ত্রুটিপূর্ণ পদ্ধতির কারণে ইনহেলারের প্রতি ডোজের ৯০% ঔষধ আপনার মুখেই থেকে যায়, ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারেনা ?
ভুল পদ্ধতি ব্যাবহারে ক্ষতি কি?
→সঠিক ডোজের অর্ধেকেরও কম ঔষধ ফুসফুসে পৌঁছায়, যার ফলে শ্বাসকষ্ট নিয়ন্ত্রিত হয়না।
→স্টেরয়েড ঔষধ মুখ ও গলায় জমে গলা ব্যাথা এবং ছত্রাকঘটিত ইনফেকশন হয়।
→একটি প্রিভেন্টার ইনহেলারের দাম ৭০০-৮০০ টাকা, সঠিকভাবে ব্যাবহার না করতে পারলে যার বেশিরভাগ ঔষধ নষ্ট হয়।
ইনহেলার নেবার সঠিক পদ্ধতি কি?
→ইনহেলারের ক্যাপ খুলে ২ সেকেন্ড জোরে ঝাঁকান।
→নতুন ইনহেলার ব্যাবহারের পূর্বে প্রথম ৪ চাপ নষ্ট করুন। এটাকে প্রাইমিং বলে। দীর্ঘদিন পর ব্যাবহার করলেও প্রাইমিং করতে হবে।
→মাউথপিস দুই দাঁতের মাঝে রেখে ধীরে শ্বাস ছাড়ুন আপনার সুবিধামত তারপর ঠোঁট দিয়ে চেপে ধরুন। আপনার মাথা সামান্য পেছনের দিকে হেলান।
→ধীরে শ্বাস নেয়া শুরু করার সাথে সাথে ক্যানিস্টারে চাপ দিন। ৫ সেকেন্ড ধরে যতটুকু সম্ভব গভীর শ্বাস নিন। নাক দিয়ে নিঃশ্বাস নিবেন না।
→মুখ থেকে ইনহেলার সরিয়ে ১০ সেকেন্ড শ্বাস বন্ধ রাখুন। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
→১ মিনিট স্বাভাবিক শ্বাস নিন। পুনরায় ডোজের প্রয়োজন হলে ১ মিনিট পর আরেক ডোজ নিন।
ইনহেলার নেবার সময় কি ভুল হয়?
→নিশ্বাস নেয়া শুরুর আগেই ইনহেলারে চাপ দেয়া।
→ক্যানিস্টারে দেরিতে চাপ দেয়া।
→ধীরে ধীরে শ্বাস না নিয়ে তাড়াহুড়ো করা।
→একইসাথে দুই-তিনবার ক্যানিস্টারে চাপ দেয়া।
→গভীর শ্বাস না নেওয়া।
→১০ সেকেন্ড শ্বাস ধরে না রাখা।
তবে, ইনহেলার ব্যাবহারের সবচেয়ে ভালো উপায় স্পেসার যন্ত্র সহ ব্যাবহার করা। বিশেষ করে শিশু এবং সঠিক নিয়মে ইনহেলার ব্যাবহার করতে পারবেনা এমন মানুষের জন্য।
স্পেসার সহ ইনহেলার ব্যাবহারের নিয়ম:
ইনহেলারের মাউথপিস স্পেসারে লাগান। স্পেসারের অপর প্রান্তে মুখ লাগিয়ে ক্যানিস্টারে চাপ দিন এবং স্বাভাবিকভাবে ৪ বার শ্বাস নিয়ে শ্বাস ছাড়ুন। স্পেসারের মাধ্যমে ইনহেলার ব্যাবহার সবচেয়ে বেশি কার্যকরী।
Written by
Dr. A. N. RAKIB
Comments
Post a Comment