সঠিক নিয়মে এবং সঠিক ডোজে খাবার স্যালাইন খাচ্ছেন কি? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী কি ওরস্যালাইন খেতে পারবেন?
পাতলা পায়খানা বা বমি হলে আমাদের শরীরে পানিস্বল্পতা হয় ও লবণের পরিমাণ কমে যায়। পানি ও লবণের পরিমাণ নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যাওয়া শরীরের জন্য বিপদজনক। ওরাল রিহাইড্রেশন স্যালাইনের মাধ্যমে পানি-লবণের স্বল্পতা পূরণ হয়। খাবার স্যালাইন আবিষ্কারের পর ডায়রিয়ায় আক্রান্ত হাজার হাজার মানুষের জীবন বাঁচে।
→সঠিক নিয়ম কি?
১ প্যাকেটের পুরো স্যালাইন অবশ্যই আধা লিটার পরিষ্কার পানিতে মেশাতে হবে। পানির পরিমাণ সামান্য বেশি বা কম হওয়া যাবেনা। সবচেয়ে ভালো হয় বাসায় আধা লিটারের দাগ কাটা পাত্র থাকলে।
→বেশি অথবা কম পানিতে মেশালে কি হবে?
বেশি পানিতে মেশালে স্যালাইনে থাকা অতিরিক্ত পানি রক্তনালীর বাহিরে চলে যেতে পারে যাকে আমরা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Edema বলি।
কম পানিতে মেশালে স্যালাইনের অধিক ঘনত্বের কারণে শরীরের কোষ থেকে পানি বের হয়ে পানিস্বল্পতা আরো বৃদ্ধি পাবে।
সুতরাং সঠিক নিয়মে স্যালাইন না মেশালে অসুস্থ ব্যাক্তির উপকার নয় বরং আরো ক্ষতি হবে।
স্যালাইন মেশানোর কতক্ষণের মধ্যে এবং কতটুকু পরিমাণে খেতে হবে?
→ দ্রবীভূত স্যালাইন ১২ ঘন্টার মধ্যে খাবেন।
প্রতিবার পাতলা পায়খানা বা বমির পর ১ প্যাকেট স্যালাইন খাবেন। একবারে পুরোটা না খেয়ে পরবর্তী পাতলা পায়খানা বা বমি হওয়ার আগে পর্যন্ত ধীরে ধীরে খান।
→ প্রতিবার পাতলা পায়খানার পরই কেন পূর্ণ ১ প্যাকেট ওরস্যালাইন খাওয়াতে হবে?
পূর্ন বয়স্ক মানুষের ১ বার পাতলা পায়খানা হলে শরীর থেকে সাধারণত ৩০০ মিলি পানি লস হয়। ৫০০ মিলি বা ১ প্যাকেট স্যালাইন খেলে তা থেকে সাধারণত ৩০০ মিলি পানি শরীরে শোষিত হয়।
→ বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণ কতটুকু?
বাচ্চা ১০ কেজির কম হলে- ১০ থেকে ২০ চামচ,
১০ থেকে ২০ কেজির মধ্যে হলে-২০ থেকে ৪০ চামচ এবং ২০ কেজির বেশি হলে- ৪০ থেকে ৮০ চামচ খাওয়াবেন। অবশ্যই একবারে পুরোটা খাওয়াবেন না, অল্প অল্প করে ধীরে ধীরে খাওয়াবেন।
→পরিমাণের চেয়ে কম খেলে কি হবে?
পানি-লবণের ঘাটতি পূরণ হবেনা যার কারনে ক্ষুধামন্দা, বমির ভাব, দুর্বলতা, মাংসপেশীতে চাবানো (Muscle cramp), মাথা ঘোরা, মাথা ব্যাথা ইত্যাদি থেকে যেতে পারে।
→খাবার স্যালাইনে তো লবণ এবং গ্লুকোজ থাকে, ডায়াবেটিস আর হাই প্রেসারের রোগীদের খাওয়ানো যাবে?
খাওয়ানো যাবে।
শরীর থেকে যে সোডিয়ামের ঘাটতি হয় স্যালাইনের মাধ্যমে শুধুমাত্র সেটুকু পুরণ হবে। সুতরাং উচ্চ রক্তচাপের রোগীর ডায়রিয়া বা বমি হলে অবশ্যই পরিমাণমত খাবার স্যালাইন খাওয়াবেন।
ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকলে পরিমাণমত খাবার স্যালাইন খাওয়াবেন। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীদের খাবার স্যালাইন খাওয়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিবেন।
ধন্যবাদ।
Written by Dr. A. N. Rakib
Comments
Post a Comment